ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সকল দায়িত্ব নেবে রাষ্ট্র: রুহুল কবির রিজভী

স্টাস রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৮:২০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৮:২১, ২৩ মে ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সকল দায়িত্ব নেবে রাষ্ট্র: রুহুল কবির রিজভী

ছবিঃ সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তাদের শহীদদের পরিবারের আরো বেশি খোঁজখবর নেয়া উচিত। যারা এতো এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার, শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। 

তিনি শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 

রিজভী বলেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহিদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন, দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং ‘আমরা বিএনপি পরিবার’ আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদসহ বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতারা।

গত বছরের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান।

বর্তমানে আরমান মোল্লার স্ত্রী সালমা বেগম তিনটি নাবালক সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি বড় মেয়ে মাহি (১০) ও ছেলে রাফিকে (৭) দিয়েছেন একটি এতিমখানায় আর ছোট মেয়ে আফরামনিকে (৩) নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

ইমরান

×