ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

অনলাইনে সহজ পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেবেন যেভাবে

প্রকাশিত: ০৬:১৬, ২৩ মে ২০২৫

অনলাইনে সহজ পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বর্তমানে ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনের মাধ্যমে পরিশোধ করা অত্যন্ত সহজ হয়ে উঠেছে। তবে সম্প্রতি ভূমি সেবার ওয়েবসাইটটি আপগ্রেড করায় নতুন ইন্টারফেস ও সিস্টেম অনেকের কাছেই অপরিচিত। তাই আজকের এই প্রতিবেদনে জানানো হলো কীভাবে আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন।

প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ ও অ্যাকাউন্ট তৈরি

  • ১. আপনার মোবাইল বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারে গিয়ে URL বারে লিখুন: land.gov.bd
  • ২. সাইটটি খুললে নতুন ইন্টারফেস দেখতে পাবেন।
  • ৩. যেকোনো সেবা গ্রহণের আগে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ৪. লগইন অপশনে ক্লিক করে ‘রেজিস্ট্রেশন’-এ যান।
  • ৫. ‘নাগরিক/সংস্থা’ নির্বাচন করুন।
  • ৬. মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন।
  • ৭. ওটিপি দিয়ে নিশ্চিত করুন এবং এনআইডির মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।

দ্বিতীয় ধাপ: ভূমি উন্নয়ন কর অপশনে যাওয়া

  • ১. একাউন্ট সম্পূর্ণ হলে লগইন করে ড্যাশবোর্ডে যান।
  • ২. ‘ভূমি উন্নয়ন কর’ অপশনে ক্লিক করুন।
  • ৩. সেখানে গিয়ে ‘হোল্ডিং অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: জমির খতিয়ান ও হোল্ডিং তথ্য দিয়ে অনুসন্ধান

  • ১. বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করুন।
  • ২. তারপর আপনার খতিয়ান ও হোল্ডিং নাম্বার দিয়ে অনুসন্ধান করুন।
  • ৩. খতিয়ান তথ্য চলে এলে তা সিলেক্ট করে পেমেন্ট অপশনে যান।

চতুর্থ ধাপ: অনলাইন পেমেন্ট করা

  • ১. পেমেন্ট করার জন্য ‘ই-পেমেন্ট করুন’ অপশনে ক্লিক করুন।
  • ২. বর্তমানে বিকাশ পেমেন্ট ব্যবস্থা সক্রিয় রয়েছে।
  • ৩. বিকাশ নম্বর, ওটিপি এবং পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।
  • ৪. সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে অটোমেটিকভাবে সাইট আপনাকে রশিদ দেখাবে।

পঞ্চম ধাপ: দাখিলা রশিদ সংগ্রহ

  • ১. পেমেন্ট শেষে আপনি দাখিলা রশিদ দেখতে পাবেন।
  • ২. চাইলে তা ডাউনলোড কিংবা প্রিন্ট করতে পারবেন।
  • ৩. পূর্ববর্তী দাখিলা রেকর্ডও এখান থেকে দেখা যাবে।


আগে যেখানে খতিয়ান অ্যাড করার পর পেমেন্ট পেন্ডিং থাকতো ৭ দিন পর্যন্ত, এখন পেমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই হোল্ডিং তালিকায় তথ্য আপডেট হয়ে যাচ্ছে। এই পরিবর্তন সেবাপ্রার্থীদের জন্য সময় সাশ্রয়ী ও সহজতর করেছে প্রক্রিয়াটি।

এই সহজ নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি এখন খুব সহজেই ঘরে বসে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন, সরকারি অফিসে না গিয়ে।

এসএফ 

×