
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফুটপাতে পাওয়া গেল এমন এক টেডি বিয়ার, যা দেখে মনে হচ্ছিল সেটি মানুষের চামড়া দিয়ে তৈরি। ঘটনাটি তীব্র আতঙ্কের সৃষ্টি করে স্থানীয়দের মধ্যে।
ঘটনাটি ঘটে রবিবার (১৩ জুলাই), ক্যালিফোর্নিয়ার বিয়ার ভ্যালি রোডের এক গ্যাস স্টেশনের পাশে একটি বাস স্টপে। হঠাৎই লোকজন দেখতে পান একটি অদ্ভুতদর্শন টেডি বিয়ার পড়ে আছে। দেখতে প্রায় মানবদেহের মতো। চামড়া যেন টেনে লাগানো, চোখের গর্ত, ঠোঁট, নাক সবকিছু যেন অপারেশন করে জোড়া লাগানো।
পুলিশ এসে সেটি জব্দ করে এবং একটি পূর্ণাঙ্গ ফরেনসিক তদন্ত শুরু হয়। প্রথমে সন্দেহ করা হয় এটি সত্যিকারের কোনো মানুষের চামড়া দিয়ে তৈরি কিনা। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চিত করে, এটি মানবজাত নয়, এবং মানব টিস্যুর কোনো চিহ্নও নেই।
কপরে জানা যায়, এই টেডি বিয়ারটি আদতে দক্ষিণ ক্যারোলাইনার এক শিল্পী রবার্ট কেলির তৈরি। তিনি Dark Seed Creations নামে একটি ই-কমার্স দোকান চালান Etsy প্ল্যাটফর্মে। এক ফেসবুক পোস্টে কেলি লেখেন, "হ্যাঁ, আমি সেই বিয়ারটি বানিয়েছি। হ্যাঁ, সংবাদে যে স্ক্রিনশট দেওয়া হয়েছে, সেটি আমার Etsy দোকান। হ্যাঁ, আমি সেটি পাঠিয়েছি ক্যালিফোর্নিয়ার একজন ক্রেতাকে।"
তিনি আরও বলেন, “আমরা টেডি বিয়ার তৈরি করতে প্লাস্টিকের মতো এক ধরনের নরম পদার্থ (ল্যাটেক্স) ব্যবহার করি। এটা এমনভাবে বানানো হয়, যাতে দেখতে মানুষের চামড়ার মতো লাগে। এজন্য আমরা আসল মানুষের শরীরের গড়ন ব্যবহার করি, যেন বাস্তব মনে হয়। এর আগেও আমরা গিটার, সোফা ও আরও অনেক জিনিসে এভাবে চামড়ার মতো আবরণ দিয়েছি।”
মুমু ২