ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মালিক ছাড়া গাড়ি কিনতে পারবেন যেভাবে

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ মে ২০২৫

মালিক ছাড়া গাড়ি কিনতে পারবেন যেভাবে

ছবি: সংগৃহীত

গাড়ির মালিক মারা গেছেন। কিন্তু তার রেখে যাওয়া গাড়িটি পরিবারের লোকজন বিক্রি করতে আগ্রহী। আপনি সেই গাড়িটি কিনতে চান। প্রশ্ন হলো—মালিক না থাকলে, অর্থাৎ যিনি কাগজে-কলমে গাড়ির মালিক ছিলেন, তিনি মারা গেলে কীভাবে সেই গাড়ি বৈধভাবে কেনা যায়?

আইন অনুযায়ী, মালিক মারা গেলে তার আইনত ওয়ারিশগণ গাড়িটির মালিকানার দাবিদার হন। সুতরাং, গাড়িটি কিনতে হলে ওয়ারিশদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এবং যথাযথ কাগজপত্র সংগ্রহ করতে হবে।

প্রথম ধাপ: নমিনির খোঁজ
প্রথমেই খুঁজে দেখতে হবে, গাড়ির মালিক নমিনি নির্ধারণ করে গেছেন কিনা। যদি থাকেন, এবং তিনি গাড়ির একমাত্র দাবিদার হন, তাহলে তার কাছ থেকেই গাড়ি কেনা সম্ভব। এ ক্ষেত্রে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করে নেওয়া যায়।

দ্বিতীয় ধাপ: ওয়ারিশদের সম্মতি
যদি নমিনি না থাকেন, তবে মালিকের সকল আইনত ওয়ারিশ—যেমন স্ত্রী, সন্তান, পিতা-মাতা—যাঁরা উত্তরাধিকার দাবি করতে পারেন, তাঁদের সবাইকে নিয়ে একটি সম্মতিপত্র করতে হবে। এই সম্মতিপত্রে তাঁরা গাড়ি বিক্রির অনুমতি দিলে তবেই আপনি গাড়িটি কিনতে পারবেন।

দরকারি কাগজপত্র:

  • মৃত মালিকের ডেথ সার্টিফিকেট (ইউনিয়ন পরিষদ/পৌরসভা থেকে)
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদ
  • নমিনির NID ও তিন কপি পাসপোর্ট সাইজ ছবি
  • গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র
  • গাড়ি হস্তান্তরের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র

মালিকানা পরিবর্তনের জন্য বিআরটিএ-তে যা করতে হবে:

  • বিআরটিএ (BRTA) অফিসে নির্ধারিত ফর্ম ফিলআপ করতে হবে
  • নির্ধারিত ফি সরকারি ব্যাংকে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে
  • সব কাগজপত্র নিয়ে বিআরটিএ-তে জমা দিতে হবে
  • নির্দিষ্ট তারিখে গাড়িসহ ওয়ারিশ/নমিনি ও ক্রেতাকে উপস্থিত থাকতে হবে
  • বিআরটিএ ইন্সপেক্টর গাড়ি পরিদর্শন শেষে ট্রান্সফার অনুমোদন করবেন


শুধু স্ট্যাম্পে গাড়ি কেনা আইনসম্মত নয়। ভবিষ্যতে কেউ দাবি করলে জটিলতা তৈরি হতে পারে। তাই অবশ্যই বিআরটিএ’র নিয়ম মেনে মালিকানা পরিবর্তন করতে হবে।

এসএফ 

×