ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উল্লাপাড়ায় এলজিডি’র সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২৩ মে ২০২৫

উল্লাপাড়ায় এলজিডি’র সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

উল্লাপাড়ায় এলজিডির অর্থায়নে সড়ক নির্মাণ কাজে অনিয়ম যেন থামছেই না। উপজেলার বিভিন্ন স্থানে সড়ক নির্মাণে হরহামেশাই অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে। অধিকাংশ সড়ক নির্মাণ কাজেই স্থানীয়রা কাজের অনিয়মের অভিযোগ করছেন। বিভিন্ন স্থানে অনিয়মের কারণে কাজ বন্ধ করেও দেয়া হচ্ছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারনে সড়ক গুলো নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

জানা গেছে, সড়ক নির্মাণে অনিয়মে মূল ভুমিকায় থাকেন ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো। ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর সাথে এলজিডি অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে অনিয়ম হয়ে থাকে। ঠিকাদাররা দলীয় প্রভাব বিস্তার করে নিজেদের ইচ্ছা মতো কাজ করার চেষ্টা করেন। ঠিকাদাররা তাদের অনিয়ম করতে স্থানীয় প্রভাবশালীদের বিভিন্ন ভাবে ম্যানেজ করে থাকেন। এছাড়া অধিকাংশ ঠিকাদার কাজ পাওয়ার পর অন্যদের কাছে বিক্রি করে দেন। অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান আবার অন্যজনকে দিয়ে কাজ করিয়ে নেন। কাজ গুলো এলাকা ভিত্তিক প্রভাবশীল ব্যক্তি অথবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিনে নেন। মূল ঠিকাদারের থেকে কিনে অধিক লাভের আশায় সাব-ঠিকাদাররা কাজে অনিয়ম দুর্নীতি করে থাকেন। সড়ক গুলো নির্মাণ কাজের সময় এলজিডি অফিসের উপসহকারীরা দেখভাল করলেও ঠিকাদাররা কৌশলে তাদের ম্যানেজ করেই অনিয়ম করেন। কিছু কিছু স্থানে অনিয়ম রুখে দিতে স্থানীয়রা কাজে বাঁধা সৃষ্টি করলে এলজিডির উর্ধ্বতনরা পরিদর্শন করলেও পরবর্তীতে পুর্বের ন্যায় অনিয়ম করতে দেখা যায়। 

সম্প্রতি উপজেলার কয়েকটি স্থানে এলজিডি’র অর্থায়নে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন। উপজেলার মোহনপুর-গাঢ়াদহ আঞ্চলিক সড়ক, ব্রক্ষপালিয়া পাটধারী সড়কের কাজ অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হয়েছে বলে জানা গেছে। মাঝে মধ্যেই সড়ক নির্মাণে অনিয়মের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও ছাপা হয়েছে। কিছু কিছু অনিয়ম ধামাচাপাও পড়েছে যা ঠিকারদাররা ম্যানেজ করেছে। 

তথ্য অনুসন্ধানে জানা গেছে, কিছুদিন পূর্বে মোহনপুর-গাঢ়াদহ গুরুত্বপুর্ণ সড়ক নির্মাণে অনিয়ম হয়েছে। প্রকাশ্যে অনিয়ম করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ থাকলেও স্থানীয় এক স্কুল শিক্ষক যুবকদের সাথে নিয়ে কাজে বাধা দেন। পরে এলজিডি’র উপজেলা প্রকৌশলী সড়ক পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হবে না বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।

গত এপ্রিলের শেষের দিকে, উপজেলার ব্রক্ষকপালিয়া গ্রামের আবু হাসেমের বাড়ি থেকে সোবাহান মুন্সির বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করেন। এতে এলাকার কিছু লোক প্রথমে ঠিকাদারকে নিম্নমানের খোয়া ব্যবহার করতে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত না করেন না।  

একই অভিযোগ হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী মহাসড়ক থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ঠিকাদারের বিরুদ্ধে। গ্রামবাসীর অভিযোগ, ঠিকাদার প্রথম থেকেই কাজে অনিয়ম করছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট খোয়া ব্যবহার করছেন। বারবার ঠিকাদারকে নি¤œমানের সামগ্রী ব্যবহারে নিষেধ করলেও এলাকাবাসীর কথায় কর্ণপাত না করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, সড়ক নির্মাণ কাজে দুই ট্রাক খোয়া নিয়ে আসলে গ্রামের কয়েকজন যুবক গাড়ি থামিয়ে খোয়া ফেরত নিয়ে যেতে বলছে ঠিকাদারের প্রতিনিধিকে। শুক্রবার সকালে আবারো নি¤œমানের খোয়া সড়কে ফেললে গ্রামবাসী কাজে বাঁধার সৃষ্টি করেছেন বলে জানা গেছে। 

পাটধারী গ্রামের মোজাম্মেল প্রামাণিক, রাসেল, রবিউল ইসলাম, নুরহোসেনসহ অনেকে বলেন,  ঠিকাদাররা নিজেদের শক্তি প্রয়োগ করে সড়ক নির্মাণে অনিয়ম করে, আমরা বাঁধা দিলে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয়। অধিকাংশ ঠিকাদার ক্ষমতাসীন রাজনৈতিক ও বিভিন্ন মহলের ক্ষমতা ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করে থাকেন। এমনকি এলজিডি অফিসের যেসব উপসহকারী প্রকৌশলী নিয়মিত কাজ পরিদর্শন করেন তারাও অনিয়মের বিরুদ্ধে তেমন কিছু বলেন না। যার কারণে ঠিকাদাররা অনিয়ম করে পার পায়।
ঠিকাদারের প্রতিনিধি আনোয়ার হোসেন কাজে অনিয়ম অস্বীকার করে বলেন, এলাকাবাসী কিছু কাজ বেশী করে দেয়ার কথা বলেছিলো তাতে আমরা রাজি হয়নি। এ কারণে কাজের মান নিয়ে তারা প্রশ্ন তুলছে। আমরা সবই ভালো মানের ইট খোয়া দিয়ে কাজ করছি। 

এ বিষয়টি এলজিডি’র উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানালে তিনি ওই এলাকা পরিদর্শন এবং বিষয়টি দেখার কথা জানিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। 

মুমু

×