
সংগৃহীত
বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের, সহ-প্রতিষ্ঠাতা "সের্গেই ব্রিন" আবারো প্রতিষ্ঠানটির সক্রিয় কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। চলতি বছরের Google I/O সম্মেলনে তার সরব উপস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক ঘোষণা প্রযুক্তি জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর ব্রিনের এমন প্রত্যাবর্তন অনেকটাই গুগলের ভবিষ্যৎ প্রযুক্তি ও উদ্ভাবনী মিশনের দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সের্গেই ব্রিন বর্তমানে গুগলের জেমিনি (Gemini) প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত। এটি গুগলের তৈরি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, যা OpenAI-এর GPT-4, Anthropic-এর Claude এবং অন্যান্য এআই মডেলের প্রতিদ্বন্দ্বী। তিনি DeepMind-এর সিইও ডেমিস হাসাবিসের সঙ্গে যৌথভাবে কাজ করছেন এবং লক্ষ্য করছেন ২০৩০ সালের মধ্যেই কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) অর্জন করা — যা মানুষের মতো যুক্তি, বিশ্লেষণ এবং সৃজনশীলতার সক্ষমতা রাখবে।
ব্রিন জানান, তিনি AI ব্যবহার করে কর্মীদের মধ্যে আলোচনার সারসংক্ষেপ তৈরি করছেন, কর্মক্ষমতা বিশ্লেষণ করছেন এবং গুগলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় AI-কে সক্রিয়ভাবে ব্যবহার করছেন। তার মতে, AI এখন আর শুধু তথ্য অনুসন্ধানের মাধ্যম নয়, বরং কার্যকর ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক।
স্মরণযোগ্য, গুগল গ্লাস প্রকল্পে অতীতে বড় ধরনের ব্যর্থতার শিকার হয়েছিল প্রতিষ্ঠানটি। ব্রিন বলেন, সেই সময় তারা হার্ডওয়্যার উৎপাদন এবং সরবরাহ চেইনের জটিলতা সম্পর্কে যথেষ্ট প্রস্তুত ছিলেন না। তবে এখন, XR (Extended Reality) গ্লাসের মতো নতুন প্রযুক্তিতে AI সংযুক্ত করার মাধ্যমে তারা আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে।
শুধু প্রযুক্তি নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও ব্রিনের অবদান উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে তিনি প্রায় ৭০০ মিলিয়ন ডলারের Alphabet ডলার দান করেছেন বিভিন্ন জনহিতকর কাজে। এছাড়া তিনি পারকিনসন রোগ গবেষণা ও জলবায়ু পরিবর্তন রোধে ইতোমধ্যেই এক বিলিয়নের বেশি অনুদান দিয়েছেন।
ব্রিনের এই প্রত্যাবর্তন শুধু গুগলের প্রযুক্তি উন্নয়নের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে AI ও প্রযুক্তি নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করছে। গুগলের ভবিষ্যৎ এআই অভিযাত্রায় তার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নতুন উদ্যমে যুক্ত হওয়া নিঃসন্দেহে প্রতিষ্ঠানটির জন্য এক বিশাল সম্পদ। প্রযুক্তি দুনিয়ায় এ যেন পুরোনো সৈনিকের সাহসী ও সময়োপযোগী প্রত্যাবর্তন।
হ্যাপী