
ছবি: প্রতীকী
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশটির দূতাবাসের পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি ওই নির্দেশনায় প্রবাসী বাংলাদেশিদের যার যার পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা সৌদি মালিকানাধীন বাসা বা অফিসে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করা হলো।
এছাড়া, কারো যদি পাসপোর্ট নিজের কাছে না থাকে সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে নিকটস্থ সৌদি শ্রম অফিসে অবহিত করতে হবে। বিশেষ প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর ৮০০১০০১২৫ এ যোগাযোগ করার এবং এ নির্দেশনা মেনে চলার জন্য সকল বাংলাদেশি সৌদি প্রবাসী অনুরোধ জানানো হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকেন। এ সংখ্যা আনুমানিক ২৫ লাখ। মতান্তরে সৌদি প্রবাসী বাঙালির সংখ্যা ২০ থেকে ৩০ লাখ হতে পারে। প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত। বিপুল এ সংখ্যক প্রবাসী বাঙালির নিরাপত্তা এবং আইনি সহায়তার জন্য নিজের পাসপোর্ট নিজের কাছে রাখার নির্দেশনা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সূত্র: https://www.youtube.com/watch?v=fKddv3BH-sE
রাকিব