
ছবিঃ সংগৃহীত
এক দিনে বিভিন্ন রুশ অঞ্চলে ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। যার মধ্যে প্রায় ২০টি মস্কো অভিমুখে ছিল। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে বড় শক্তিগুলো আলোচনা করলেও যুদ্ধ আরও তীব্র হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেন, তবে উভয় পক্ষের অবস্থান এখনও ভিন্ন। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানালেও রাশিয়া বলেছে, কিছু শর্ত পূরণ না হলে যুদ্ধ থামবে না। কিয়েভ বলেছে, এই শর্তগুলো অগ্রহণযোগ্য।
যখন শান্তি আলোচনার কথা চলছে, তখন যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রায় উত্তেজনা বেড়েছে। উভয় পক্ষই ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে এবং ফ্রন্টলাইনের গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র লড়াই চলছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা (মস্কো সময় অনুযায়ী) পর্যন্ত রুশ অঞ্চলে ১৫৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগের দিন রাশিয়া দাবি করেছিল, তারা ৩০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন জানিয়েছেন, মস্কোর আশপাশের অঞ্চলে অন্তত ১৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে রাতে তিনি ৪০টি ড্রোন ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন। ফলে তিনটি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে।
ইউক্রেনের বিমান বাহিনী অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে, তবে কোন ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তা স্পষ্ট করেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রন্টলাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের বাহিনী অগ্রসর হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেন, সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে পোকরভস্ক অঞ্চলে, তবে তিনি রুশ অগ্রগতির কথা উল্লেখ করেননি।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অংশ নিয়ন্ত্রণ করছে এবং এসব অঞ্চলকে তারা রাশিয়ার অংশ বলে দাবি করছে, যা ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা মানে না।
নোভা