
ছবি: সংগৃহীত
নিজের পৈতৃক সম্পত্তির অংশ বুঝে নেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক জানিয়েছেন, জমির অংশ নির্ধারণ করে মিউটেশন করে আলাদা হোল্ডিং করানোর প্রক্রিয়া বর্তমানে অনেক সহজ এবং স্বচ্ছ হয়েছে।
তিনি বলেন, “আপনার জমির হিস্যা নির্ধারণ করে যদি আপনি আলাদা মিউটেশন করে আলাদা হোল্ডিং নেন, তাহলে আপনি সেই জমি স্বাধীনভাবে ভোগদখল করতে পারবেন। যদি পৈতৃক সম্পত্তি ওয়ারিশদের মধ্যে সমভাবে বণ্টন না হয়, ফিতাবণ্টন চিহ্নিত না থাকে, জমির সীমানা নিয়ে বিরোধ থাকে, অথবা অন্য শরিকরা জোর করে জমি দখলে রাখে কিংবা প্রাপ্য অংশ দিতে অস্বীকার করে বা কম দিতে চায়—তাহলে আপনি সহজেই আদালতে বণ্টন সংক্রান্ত মোকদ্দমা দায়ের করে সমস্যার আইনি সমাধান নিতে পারবেন।”
এমন মামলা সাধারণত সহ-মালিকদের মধ্যে সম্পত্তি বিভাজন সংক্রান্ত জটিলতা নিরসনে দায়ের করা হয়। এতে আদালত জমির অংশ নির্ধারণ করে আদেশ দেন, যার ভিত্তিতে ভূমি অফিসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যায়।
উল্লেখ্য, জমির সুষ্ঠু বণ্টনের মাধ্যমে পারিবারিক বিরোধ এড়ানো সম্ভব এবং আইনি পদ্ধতিতে এই প্রক্রিয়া এখন অনেক বেশি জনবান্ধব।
সূত্র: https://youtube.com/shorts/spadK8XlY2o?si=vCpeqjY6bbav6C4A
এএইচএ