ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট, স্বামী-স্ত্রী ছদ্মবেশে দুই প্রতারক আটক

মো:সাইফুল ইসলাম, আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ মে ২০২৫; আপডেট: ১৬:৪৭, ২৩ মে ২০২৫

গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট, স্বামী-স্ত্রী ছদ্মবেশে দুই প্রতারক আটক

ছবি : জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুমার নামাজের সময় পুরুষশূন্য বাড়িতে ঢুকে এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ মে) পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন এক যুবক ও এক তরুণী, যারা স্বামী-স্ত্রী পরিচয়ে কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

 

আটককৃতরা হলেন কসবার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া (১৮)

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে থাকায় এক তরুণী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করেন।

গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুইজনকে ধরে ফেলেন এবং পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

 

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তারা বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও কিছু এখনো পাওয়া যায়নি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আঁখি

×