
ছবি: দৈনিক জনকন্ঠ।
মাদারীপুরের ডাসারে পিকাপ উল্টে মো. নুর নবী (২০) নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শশীকর-ভূরঘাটা সড়কের ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে গাড়ি চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহত ব্যবসায়ী নুর নবী বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।
এলাকা সূত্রে জানা গেছে, সকালে গোপলগঞ্জের কোটালীপাড়া থেকে শরীয়তপুরের উদ্দেশ্য ডিম নিয়ে ওই পিকাপটি রওনা দেন। পিকাপটি শশীকর-ভূরঘাটা সড়কের ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পরে যায়। এসময় ডিম ব্যবসায়ী নুর নবী, গাড়িচালক হিজবুল্লাহ ও হেল্পার সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী নুর নবীকে মৃত্যু ঘোষণা করেন।
আহত হেল্পার সজিব বলেন, ‘আমরা ডিম নিয়ে যাওয়ার সময় পিকাপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।’
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘সড়ক দূর্ঘটানার খরব পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় পিকাপ উল্টে ব্যবসায়ী নুর নবী মারা গেছে।’
মিরাজ খান