
ছবি : সংগৃহীত
কাশ্মির উপত্যকা—যেখানে বছরের অধিকাংশ সময় ঠান্ডা আর তুষারের রাজত্ব, সেই উপত্যকাই এখন যেন এক আগুনের কুণ্ড। ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি—তবে এবার আবহাওয়ার তীব্রতায়।
২২ মে, বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মিরে রেকর্ড করা হয়েছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । আজ ২৩ মে, শুক্রবার কাশ্মিরে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।—যা গত ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার অন্যতম একটি। কাশ্মির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ২৪ মে কাশ্মিরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৫৬ সালের ৩১ মে তা ছিল ৩৫ ডিগ্রি। সে তুলনায় এবারকার গ্রীষ্মপ্রবণতা রীতিমতো অস্বাভাবিক।
কাশ্মিরে আগামী এক সপ্তাহে আরও ভয়াবহ গরমের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
তারা জানিয়েছে:
-
শুক্রবার ও শনিবার: ৩৯ ডিগ্রি সেলসিয়াস
-
রবিবার: ৩৮ ডিগ্রি
-
সোম ও মঙ্গলবার: সর্বোচ্চ ৪১ ডিগ্রি
-
বুধবার ও বৃহস্পতিবার: ৩৯–৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ
সর্বনিম্ন তাপমাত্রাও ২৪ ডিগ্রির আশপাশে থাকবে, যা উপত্যকার গ্রীষ্মকালীন স্বাভাবিক আবহাওয়ার তুলনায় অনেক বেশি।
দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের কারণে কাশ্মিরের আবহাওয়ায় এ ধরনের অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হিমালয়ের কাছাকাছি থাকা অঞ্চলে এমন উচ্চ তাপমাত্রা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সা/ই