ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতীয়দের অপতৎপরতায় অংশ না নিয়ে দেশ গঠনে ঐক্য থাকা উচিত: লেঃ কর্নেল (অব.) হাসিনুর

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ মে ২০২৫; আপডেট: ০৮:৩৮, ২৩ মে ২০২৫

ভারতীয়দের অপতৎপরতায় অংশ না নিয়ে দেশ গঠনে ঐক্য থাকা উচিত: লেঃ কর্নেল (অব.) হাসিনুর

ছবি: সংগৃহীত

লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেছেন, ভারতীয়দের অপতৎপরতায় অংশ না নিয়ে দেশ গঠনে ঐক্য থাকা উচিত।

বুধবার (২১ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। চলমান সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিভেদ নেই।’

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘দেশের আপামর জনসাধারণ সেনাবাহিনীর সাথে আছে এবং তাদের কাছ থেকে দেশপ্রেম ও নিরপেক্ষতা প্রত্যাশা করে!’

 

সূত্র: https://www.facebook.com/share/1YxaSYAnQ1/

রাকিব

×