
ছবি: সংগৃহীত
উত্তর গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অথবা এখনো নিখোঁজ রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে নিহত শিশু ও বৃদ্ধদের মধ্যে ২৯ জনকে “অনাহার-সম্পর্কিত মৃত্যু” হিসেবে নিবন্ধিত করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ চরম খাদ্য সংকটের মুখে অনাহারে ভুগছে।
ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে, যাতে অন্তত একজন নিহত হয়েছেন। এসব হামলাকে নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
এএইচএ