ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে বেড়ে চলেছে শিশুশ্রম

শাহপরান, কন্ট্রিবিউটর রিপোর্টার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

প্রকাশিত: ১৫:৩৩, ২৩ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে বেড়ে চলেছে শিশুশ্রম

ছবি : প্রতীকী


নিম্ন আয়ের কারণে অনেক পরিবারের সন্তানদের স্কুলে পরাশুনার পাশাপাশি দাপিয়ে খেলাধুলা করার কথা সেখানে অনেক শিশু শ্রমে নিয়োজিত বিভিন্ন কারখানা ওয়ার্কসব মটর গ্যারেজ হোটেল চা স্টলে সহ আরো অনেক কর্মসংস্থানে। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা ওয়ার্কসব মটর গ্যারেজে বেশির ভাগই ১১থেকে ১২ বছরের শিশুরা কাজ করছে।


এক শিশু জানায় তার বাবা রিকশাচালক এবং অভাবের সংসার তাই লেখা পড়ার খরচ চালাতে পারবে না বলে ওয়ার্কসপে  কাজে লাগিয়ে দিয়েছে। হোন্ডা গ্যারেজের মালিক নাছির উদ্দিন বলেন আমার দোকানে ১০ এবং ১১বছরের দুই শিশুকে তাদের মা বাবা দিয়ে গেছে কাজ শিখে অভাব দূর করার জন্য। দেশে প্রচলিত ২০১৮ সংশোধিত আইনে ১৪ বছরের আগে শিশু শ্রম নিষেধ থাকলেও মানছে না অনেক পরিবার ও দোকানের মালিকরা।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম জানান শিশু শ্রম বন্ধ করতে কসবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সাব্বির

×