ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

‘৬টি বুলেট বরাদ্দ আছে’-ফোনে হত্যার হুমকিতে আতঙ্কে ব্যবসায়ী

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৫:৪২, ২৩ মে ২০২৫

‘৬টি বুলেট বরাদ্দ আছে’-ফোনে হত্যার হুমকিতে আতঙ্কে ব্যবসায়ী

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত এক ব্যক্তি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল আলম (৩৮) কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

থানায় দেয়া অভিযোগে আশরাফুল আলম উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ‘০১৯৫৯-৭৬৫৩৭৫’ নম্বর থেকে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি চাঁদার দাবি করে। ফোনালাপের সময় ওই ব্যক্তি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আমাকে ৫ লাখ টাকা দিবি। না দিলে তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে।

এর আগেও গত ২০ মে একই নম্বর থেকে ফোন করে তাকে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। সেদিন বলা হয়, আগামীকালের মধ্যে ৫ লাখ টাকা দিবি। না দিলে তোর লাশ যেকোনো জায়গায় পড়ে থাকবে।

ব্যবসায়ী আশরাফুল বলেন, “আমি ও আমার পরিবার খুব আতঙ্কে আছি। একাধিকবার ফোন করে চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে মারার হুমকি দিচ্ছে। থানায় অভিযোগ করেছি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

অপরদিকে, হুমকির জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

মিরাজ খান

×