ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

জয়নুল আবদিন ফারুক

আজকে, কালকে কিংবা পরশু — নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে

প্রকাশিত: ১৪:২৫, ২৩ মে ২০২৫; আপডেট: ১৪:২৭, ২৩ মে ২০২৫

আজকে, কালকে কিংবা পরশু — নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রকারীরা সংস্কারের নামে কারচুপির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি মনে করেন, এই অস্থিরতার মূল কারণ হল যারা নির্বাচনের সময় সংকট সৃষ্টি করছে এবং যারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, “সংস্কার করবেন না, কারণ সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। দেশে যেন অস্থিরতা দেখা যায়। এই অস্থিরতার জন্য যারা দায়ী তারা আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন।”

তিনি আরও বলেন, “আপনি আগে জানিয়েছিলেন জুলাইয়ে নির্বাচন হবে, পরে বললেন ডিসেম্বর হবে। এখনো নির্বাচনের সঠিক সময় ঘোষণা না হওয়ায় আমরা আশঙ্কা করছি। যারা আন্দোলনে অংশ নিয়েছিল, যারা মামলা খেয়েছে, তারা আপনার সঙ্গে বসতে পারতো, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।”

বিএনপির উপদেষ্টা আরও বলেন, “অর্থাৎ আমরা মনে করি, যদি এই অস্থিরতার জন্য যাদের দায় দেওয়া হয় তারা যদি সেসব পরিস্থিতি সৃষ্টি করে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই সেই অস্থিরতাকে গ্রহণ করবে না।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “আপনাকে অচিরেই — আজকে, কালকে কিংবা পরশু — নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এমন সংস্কার করবেন না, যার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অন্যায়ের সুযোগ সৃষ্টি হয় এবং নির্বাচনের করিডোর চট্টগ্রামের অন্য কারো হাতে চলে যায়।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=P9xd8olb31k

এএইচএ

×