
আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিজের একটি ব্যবসা শুরু করতে, যেখান থেকে আয় হবে মোটা অঙ্কের। কিন্তু আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না, মাত্র ১০ টাকার একটি গাছের চারা থেকে শুরু করতে পারেন কোটি টাকার ব্যবসা।
হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মেহগনি গাছের চাষ করে রাতারাতি অনেকেই কোটিপতি হয়ে উঠেছেন। শুধু প্রয়োজন ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রম।
মেহগনি গাছের চাহিদা সারা বছরই আকাশছোঁয়া থাকে। আর এই গাছের কাঠ আসবাবপত্র বানানোর জন্যে সেরা বিকল্প। এই কাঠের চাহিদা এতটাই, যে গাছটির কাঠের মূল্য প্রতি ঘনফুটে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
১২০টি গাছেই কোটিপতি
পরিসংখ্যান বলছে, যদি কেউ মাত্র ১২০টি মেহগনির গাছের চারা রোপন করতে পারে, তাহলে সে ১২ বছরে কোটি টাকার বেশি আয় করতে পারে। সাধারণত ৬ বছরেই পূর্ণতা লাভ করে এই গাছ। আর এই সময় থেকেই কাঠ বিক্রির উপযোগী হয়ে ওঠে। তবে অধিক লাভের জন্য ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
সবথেকে বড় ব্যাপার, এই গাছের মাঝে ফাঁকা জমিতে অন্যান্য শাকসবজি বা ফসল লাগানো যায়। অর্থাৎ, এক জমি থেকে একাধিক উপায়ে আয় করা যাবে।
ফুয়াদ