
নরসিংদীর বেলাবতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সালাহ উদ্দিন টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ ইবনে হামিদ নাঈম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন, সোনালি ব্যাংক বেলাব শাখার ব্যবস্থাপক মো. মুকাব্বির হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উজিলাব গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো উপায়ে আমরা চাষাবাদ করে লাভবান হবো।
ভাটের চর গ্রামের কৃষানি শিউলি আক্তার বলেন, পার্টনার স্কুলের প্রোগ্রামে আমাদের চাষাবাদের জন্য জমি তৈরি থেকে শুরু করে ফসল বিক্রি পর্যন্ত সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। যার ফলে আমরা উপকৃত হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তারা, কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ,খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মুল্যশৃংখলা এবং পার্টনারের প্রযুক্তি ও কলাকৌশল সমূহের টেকসই বিষয়ক সমূহ নিয়ে আলোচনা করেন।
সজিব