ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যারিস্টার অমি

যতই ষড়যন্ত্র করুক, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ২২ মে ২০২৫

যতই ষড়যন্ত্র করুক, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো

ছবি : জনকণ্ঠ

যতই ষড়যন্ত্র করুক, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো। ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার হাসিনা দেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার—এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

আজ (২২ মে) বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা যুবদল আয়োজিত “তরুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর থেকে প্রাণভরে নিশ্বাস নিতে পারছে। আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম ব্যাপারী।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন মাসুমের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, এবং কলাতিয়া ইউনিয়ন যুবদল, বাস্তা ইউনিয়ন যুবদল, আমিনবাজার ইউনিয়ন যুবদল, শাক্তা ইউনিয়ন যুবদল।

সা/ই

×