
ছবি: সংগৃহীত
গাজা ভূখণ্ড সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২১ মে বুধবার দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান সামরিক অভিযানের শেষে গাজার সব অঞ্চল থাকবে আমাদের নিয়ন্ত্রণে।
এদিন সকাল থেকেই গাজায় তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।
ইসরায়েলের এই “নির্মম যুদ্ধ” নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য কঠোর সমালোচনা করেছে। তবে তা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে তেলআবিব।
এর মধ্যেই পশ্চিম তীরের জেনিনে সফররত ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি বাহিনী গুলির হুঁশিয়ারি ছুড়ে মারলে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইইউর শীর্ষ কূটনীতিকসহ একাধিক দেশ ঘটনার তদন্ত দাবি করেছে।
জাতিসংঘ জানায়, সীমিতসংখ্যক ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে কোনো মানবিক সহায়তা বিতরণ সম্ভব হয়নি।
ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের চলমান যুদ্ধ অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
এসএফ