
ছবি:সংগৃহীত
দেশে বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
উমামা লিখেন, “রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর-অক্টোবরেই। তখন একটা খোলস ছিল, সেটা ধরে রাখা হচ্ছিল কিছুটা কৌশলে। কিন্তু এখন সেই খোলসটাও খুলে পড়ছে, তাই অনেকেই অবাক হচ্ছেন।”
তিনি ইঙ্গিত দেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আগের কোনো সমন্বয় বা ঐক্যপূর্ণ অবস্থান আর নেই, বরং বিভাজন এখন স্পষ্ট।
ছাত্রনেত্রী আরও লেখেন, “সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাত, শহিদদের জীবনের কথা ভেবে সামান্য ছাড় দিত, তাহলে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত দেশটা কিছুটা হলেও স্থিতিশীল থাকত।”
তিনি এও অভিযোগ করেন যে, দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য কিছু অভ্যন্তরীণ শক্তি সক্রিয়ভাবে কাজ করছে।
উমামা ফাতেমা বলেন, “দেশটা স্ট্যাবল না হতে দেয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে।”
তবে তিনি এই ‘ফোর্স’ কারা, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি।
আঁখি