
ছবি:সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ঘোষণার কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।
এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক বার্তায় ইশরাক হোসেন লিখেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব এখন শুরু।”
জনগণের উদ্দেশ্যে বার্তায় তিনি জানান, “আমার প্রথম দায়িত্ব আগামী কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা।” তিনি ঢাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, “উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।”
দক্ষিণ ঢাকা নিয়ে ইশরাক বলেন, “সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোন ভিত্তিক মনিটরিং টিম অনুমোদন দেব। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেব।”
তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে তিনি নিজেও ময়লার সরিয়ে ফেলার কাজে সরাসরি যুক্ত থাকবেন।
আঁখি