ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্কিন সামরিক এলাকায় বিমান দুর্ঘটনা, ছয়জন নিহত, বড় ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ মে ২০২৫

মার্কিন সামরিক এলাকায় বিমান দুর্ঘটনা, ছয়জন নিহত, বড় ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর সামরিক আবাসিক এলাকায় ছয়জন যাত্রীসহ একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়েছে। সেসনা ৫৫০ মডেলের বিমানটি বিদ্যুতের তারে আঘাত করে একটি বাড়ির ওপর পড়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল বলে জানিয়েছেন দমকল বিভাগের সহকারী প্রধান ড্যান এডি। বিমানটি নিউ জার্সি থেকে উড্ডয়ন করে কানসাসে জ্বালানি ভরে সান দিয়াগোর দিকে যাচ্ছিল। গন্তব্যের কিছু আগে এটি দুর্ঘটনায় পড়ে।

প্রতিষ্ঠিত সঙ্গীত ট্যালেন্ট এজেন্সি ‘সাউন্ড ট্যালেন্ট গ্রুপ’-এর সহ-প্রতিষ্ঠাতা ডেভ শাপিরো ও ব্যান্ড 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা'-র প্রাক্তন ড্রামার ড্যানিয়েল উইলিয়ামস নিহতদের মধ্যে রয়েছেন।

ঘটনার পর অন্তত ১০টি বাড়ি ও বহু গাড়ি আগুনে পুড়ে গেছে। ১০০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এএইচএ

×