ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে অ্যাপলের নতুন আইফোন নগরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:২৬, ২৩ মে ২০২৫; আপডেট: ০৮:২৮, ২৩ মে ২০২৫

ভারতে অ্যাপলের নতুন আইফোন নগরী

ছবি: সংগৃহীত

অ্যাপলের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে ৩০০ একর জমিতে আইফোন তৈরির জন্য একটি বৃহৎ কারখানা গড়ে তুলছে। কর্মীদের থাকার জন্য এখানে নির্মাণ করা হচ্ছে ডরমেটরি, যেখানে ৩০,০০০ কর্মীর আবাসন ব্যবস্থা থাকবে।

এ প্রকল্পের আওতায় দেভানাহাল্লি এলাকার ডোড্ডাগোল্লাহাল্লি ও চাপ্পারাদাহাল্লি গ্রামের মধ্যবর্তী স্থানে এই কারখানা ও আবাসন নির্মাণ চলছে। এটি বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ফক্সকন এই প্রকল্পে বিনিয়োগ করছে ২.৫৬ বিলিয়ন ডলার (প্রায় ২১ হাজার কোটি টাকা)। প্রথম ধাপে ২০২৩-২৪ সালে ৩,০০০ কোটি রুপি এবং দ্বিতীয় ধাপে ২০২৬-২৭ সালের জন্য আরও ৩,০০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এখানে ১ লাখ আইফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া আইফোনের বেশিরভাগই এখন থেকে ভারতে তৈরি হবে। যদিও সম্প্রতি কাতার সফরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিম কুককে বলেন, “আমি চাই না তুমি ভারতে কিছু বানাও।” তবে অ্যাপলের পরিকল্পনায় তাতে কোনো প্রভাব পড়েনি।

এই প্রকল্পের আবাসন অংশটি কেবল সাধারণ কারখানা শ্রমিকদের জন্য, ব্যবস্থাপনা কর্মীরা এর অন্তর্ভুক্ত নন। ফক্সকনের সূত্র জানায়, কর্মীদের মধ্যে ৫০-৮০ শতাংশই নারী, তাই আবাসনে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফক্সকন আগেও ভারতের তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে ১৮,০০০ কর্মীর জন্য ডরমেটরি তৈরি করেছে। এবার দেভানাহাল্লিতে আরও বড় পরিসরে কাজ হচ্ছে।

‘প্রজেক্ট এলিফ্যান্ট’ নামে এই প্রকল্পের মাধ্যমে ফক্সকন চীনের বাইরে তাদের উৎপাদন কার্যক্রম বিস্তৃত করছে। অ্যাপলের জন্য ভারতে বর্তমানে ফক্সকন ও টাটা ইলেকট্রনিকস প্রধান প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উল্লেখ্য, টাটা ইতোমধ্যে অ্যাপলের আরেক সহযোগী উইস্ট্রন ও পেগাট্রনের ভারতীয় কার্যক্রম অধিগ্রহণ করেছে।

ফক্সকনের কর্মীরা জানান, মে মাস থেকেই কিছু আইফোন মডেলের অ্যাসেম্বলি কাজ শুরু হয়েছে। আগস্টে আরও কিছু মডেলের উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরে আইফোন ১৭ বাজারে ছাড়ার আগে এই আবাসিক স্থাপনাগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে।

এছাড়া, হায়দরাবাদে নতুন একটি এয়ারপডস কারখানাও তৈরি করছে ফক্সকন, যা ভারতের প্রযুক্তি উৎপাদন খাতকে আরও বিস্তৃত করবে।

মুমু

×