ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ওয়েগো’র স্পন্সরে জ্যোতি মালহোত্রার বিদেশ ভ্রমণ, ভারতের সন্দেহে আজারবাইজানও

প্রকাশিত: ০৯:২৩, ২৩ মে ২০২৫; আপডেট: ০৯:২৫, ২৩ মে ২০২৫

‘ওয়েগো’র স্পন্সরে জ্যোতি মালহোত্রার বিদেশ ভ্রমণ, ভারতের সন্দেহে আজারবাইজানও

ছবি: সংগৃহীত

ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাযিনি বর্তমানে পাকিস্তানের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে গ্রেফতার হয়ে হারিয়ানা পুলিশের হেফাজতে রয়েছেনতার বিদেশ সফরের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়েছে একটি পাকিস্তান-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান। এমনই দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের নাম ‘Wego’, যেটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক হলেও পাকিস্তানে সক্রিয় এবং সম্প্রতি আজারবাইজানের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

আজারবাইজান-ওয়েগোর নতুন বন্ধুত্ব

সংবাদমাধ্যমটি আরও জানায়, মাত্র দুই দিন আগে ‘Wego’ আজারবাইজান ট্যুরিজম বোর্ডের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে। উদ্দেশ্যমধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পর্যটকদের কাছে আজারবাইজানকে একটি ‘চার-মৌসুম উপযোগী’ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা।

এই অংশীদার দেশ আজারবাইজান আগে থেকেই পাকিস্তানের কৌশলগত মিত্র, এবং সম্প্রতি ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর নিন্দাও জানিয়েছিল।

৩৩ বছর বয়সী হারিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা ‘Travel with JO’ নামে ইউটিউব চ্যানেল চালান, যার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ। ইনস্টাগ্রামেও রয়েছে ১.৩২ লাখ অনুসারী। ইন্ডিয়া টুডে জানায়, তার একটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে তিনি Wego অ্যাপের প্রচারণা করছেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, উত্তর ভারতের পাঞ্জাব, হারিয়ানা ও উত্তরপ্রদেশে সক্রিয় একটি পাকিস্তান-ঘনিষ্ঠ গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে তদন্ত চলছে। গত দুই সপ্তাহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে জ্যোতিও একজন।

পুলিশ সূত্র বলছে, জ্যোতির সব স্পন্সর এবং ভ্রমণ ব্যয় বর্তমানে নজরদারিতে রয়েছে।

Wego: প্রতিষ্ঠান পরিচিতি

২০০৫ সালে ‘Bezurk’ নামে যাত্রা শুরু করে Wego। বর্তমানে এর সদর দপ্তর সিঙ্গাপুরে এবং আঞ্চলিক অফিস রয়েছে দুবাই, ব্যাঙ্গালুরু ও জাকার্তায়। এটি একটি মেটাসার্চ ট্রাভেল ইঞ্জিন, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান ও হোটেল বুকিং করতে পারেন।

Wego’ পাকিস্তানে বৈধ ট্রাভেল এজেন্সি লাইসেন্সপ্রাপ্ত এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (IATA) স্বীকৃতিপ্রাপ্ত। পাকিস্তানে তাদের ‘Book on Wego’ ফিচার ব্যবহার করে সরাসরি বুকিং করা সম্ভব।

যদিও এখন পর্যন্ত ‘Wego’ এর বিরুদ্ধে সরাসরি কোনো বিতর্কিত কার্যক্রম বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অর্থায়নের প্রমাণ মেলেনি, তবে প্রতিষ্ঠানটির পাকিস্তানে কার্যক্রম ও আজারবাইজানের সঙ্গে অংশীদারিত্ব ঘিরে সন্দেহের আবহ তৈরি হয়েছে বলে ইন্ডিয়া টুডে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে।

রাকিব

×