ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সিঙ্গাপুর কাস্টমস এর উদ্যোগে নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিঙ্গাপুর

প্রকাশিত: ১৯:৫৮, ২১ মে ২০২৫

সিঙ্গাপুর কাস্টমস এর উদ্যোগে নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

সিঙ্গাপুর কাস্টমস ও ম্যানপাওয়ার মন্ত্রণালয় (MOM)-এর যৌথ উদ্যোগে সম্প্রতি একটি নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি, মায়ানমার, তামিল, চাইনিজসহ অন্যান্য প্রবাসী শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

অনুষ্ঠানে সিঙ্গাপুর MOM-এর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সিঙ্গাপুরে অবৈধ সিগারেট বহন, মাদক দ্রব্য সেবন, অবৈধ লেনদেনসহ যেকোনো প্রকার বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বক্তব্যে আরও বলা হয়, কোনো প্রবাসী যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা যেন দেরি না করে সরাসরি MOM বা সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনে তথ্যপ্রমাণসহ সহযোগিতা চান। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদান করা হয় এবং কীভাবে অবৈধ কর্মকাণ্ড এড়িয়ে চলা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সভার আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াবে এবং সিঙ্গাপুরে নিরাপদ ও আইনসম্মতভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে

সাব্বির

আরো পড়ুন  

×