ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আসামি ছিনিয়ে নিতে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

মামুন-অর-রশিদ, রাজশাহী

প্রকাশিত: ১৩:১৫, ২১ মে ২০২৫

আসামি ছিনিয়ে নিতে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

ছবি: দৈনিক জনকন্ঠ

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে হেফাজতে থাকা হত্যার আসামিকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যায় জড়িত দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে র‌্যাব রাজশাহীর একটি টিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলো, নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের সেকেন্দার আলীর পুত্র খোরশেদ আলম (৪৫) ও আলম উদ্দিনের ছেলে ভুটু প্রামানিক (৪২)। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

ঘটনার উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, ‍“গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামানিক নামের একজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে জখম করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এ ঘটনায় আমিরুলকে স্থানীয়রা ধাওয়া করে আটকে রাখে। পরে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট তাকে হেফাজতে নিয়ে থানায় নেওয়ার প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর থেকেই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম র‌্যাবের সহযোগিতায় রাজশাহী র‌্যাব দুই আসামিকে গ্রেফতার করে। তাঁদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।”

মিরাজ খান

×