ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নবাবগঞ্জে ৪০০ কৃষক পরিবার পেলো সবজি বীজ

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশিত: ১৯:৪৯, ২১ মে ২০২৫

নবাবগঞ্জে ৪০০ কৃষক পরিবার পেলো সবজি বীজ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৪শ’ জন কৃষক পরিবারে মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। 

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর কৃষি কর্মসূচির মাধ্যমে এর বাস্তবায়ন করা হয়।

বুধবার (২১ মে) দুপুরে বিজের বান্দুরা শাখার ৪শ’ জন উপকারভোগী পরিবারে এসব বীজ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। তিনি উপকারভোগীদের কাছে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন বলেন, বিজ সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে সবজি উৎপাদন, প্রাণি সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।

সংস্থার সাব-জোনাল ম্যানেজার মো. রাশেদুল কবির জুয়েল এতে সভাপতিত্ব করেন। 

উপস্থিত ছিলেন কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোশারফ হোসেন, বিআইডিপি কর্মসূচির ম্যানেজার মো. ফেরদৌস আলী, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. উজ্জল হোসাইন, শাখা ব্যবস্থাপক বিপুল চন্দ্র, শিক্ষা ও সামাজিক সূরক্ষা কর্মসূচির ম্যানেজার মো. আজিজুর রহমান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. হারুন অর রশিদ প্রমুখ।

 

রাজু

×