
ছবি: জনকণ্ঠ
আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশকে সফল করতে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ এই স্লোগানে বুধবার দুপুরে মাদারীপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি ও আরিফ সরদার, এবং সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘আগামী কর্মসূচিগুলো আমাদের সাংগঠনিক শক্তি ও তারুণ্যের দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কর্মসূচিকে সফল করতে হবে।’ তারা আরও বলেন, ‘প্রচার-প্রচারণা, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।’
বক্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। একইসঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং সমাবেশ সফল করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শহীদ