ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কবে আসছে নতুন ডিজাইনের নোট?

প্রকাশিত: ১২:৫১, ২১ মে ২০২৫

কবে আসছে নতুন ডিজাইনের নোট?

ছ‌বি: সংগৃহীত

অবশেষে ২৬ মে বাজারে আসছে বহুল কাঙ্খিত নতুন নোট। ওইদিন পাওয়া যেতে পারে ২০ ও ৫০ টাকা। তবে হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে পহেলা জুন পর্যন্ত। আর সব মিলিয়ে প্রথম ধাপে ছাড়া হচ্ছে মোট এক হাজার কোটি টাকা।

নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর পাশাপাশি নকশায় গুরুত্ব পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

অন্তর্বর্তী সরকারের নয় মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট। তাই সারাদেশে বেড়ে গেছে পুরনো ও ছেঁড়াফাটা নোটের পরিমাণ, যাতে সমস্যা দেখা দিচ্ছে এটিএম বুথসহ সব ধরনের নগদ লেনদেনে। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে নতুন ডিজাইনের নোট আসার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে ২০ ও ৫০ টাকার নোট। এর সপ্তাহখানেকের মধ্যে পহেলা জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের এক হাজার টাকা, যাতে যুক্ত করা হয়েছে মোট আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য।

সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে এক হাজার কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=URhrOuvDFa0

এএইচএ

×