ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ বজ্রপাত, চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ 

প্রকাশিত: ২১:২১, ২০ মে ২০২৫; আপডেট: ২১:৩০, ২০ মে ২০২৫

হঠাৎ বজ্রপাত, চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় প্রাণ গেছে তিনটি গরুর। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চর মোহনপুর, বহরমপুর ও বারঘরিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর মোহনপুর গ্রামের মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের জালাল আলী (৩১) এবং শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বিশারত আলীর ছেলে তাসবুর আলী (৪৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

স্থানীয়রা জানান, সদর উপজেলার চর মোহনপুর এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান খাইরুল ইসলাম। একই সময় বহরমপুর ও বারঘরিয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল আলী ও তাসবুর আলী। এ সময় বজ্রপাতে তিনটি গরুও মারা যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শহীদ

×