ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে

প্রকাশিত: ০৯:৩৮, ২০ মে ২০২৫

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে

ছ‌বি: সংগৃহীত

স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। আজ সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে।

প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে—“স্টারলিংক রেসিডেন্স” এবং “রেসিডেন্স লাইট”। এই দুই প্যাকেজে মাসিক খরচ যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৪,২০০ টাকা। তবে এককালীন সেটআপ যন্ত্রপাতির জন্য গ্রাহককে দিতে হবে ৪৭,০০০ টাকা।

দুই প্যাকেজেই থাকছে আনলিমিটেড ডেটা সুবিধা এবং সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতি। কোনও স্পিড বা ডেটা লিমিট নেই।

বাংলাদেশি গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের জন্য অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে সেবা চালুর প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল।

খরচ কিছুটা বেশি হলেও, এর ফলে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই বিকল্প তৈরি হলো। একইসঙ্গে, যেসব অঞ্চলে এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়ার নিশ্চয়তা পাবেন।

এই বার্তাটি ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এএইচএ

আরো পড়ুন  

×