ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইট ভাটার গর্তে পড়ে প্রাণ হারাল ছয় বছরের শিশু

স্টাফরিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:১০, ১৯ মে ২০২৫

ইট ভাটার গর্তে পড়ে প্রাণ হারাল ছয় বছরের শিশু

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটার গর্তে পড়ে প্রাণ হারাল ছয় বছরের শিশু মিজানুর রহমান মিজান। 

সোমবার(১৯ মে) বিকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর পশ্চিম আইঢাল বানিয়াপাড়া এ এন বি-২ ইটভাটায় এঘটনা ঘটে। শিশু মিজানের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের মাতম। মিজান ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, এএনবি-২ নামক ইট ভাটার লোকজন পাশের জায়গা থেকে মাটি কেটে নেয়। এতে সেই গর্তে বৃষ্টির পানি জমেছিল। বাড়ির পাশে এমন মরণ ফাঁদ বুঝতে না পেরে শিশুটি খেলতে গেলে সেই পানিতে পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশু জুনায়েদের বাবা আনোয়ার হোসেন জানান, ইটভাটার জন্য পাশের জমি থেকে মাটি কেটে গর্ত করা হয়েছে । কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায় । আজ আমার ছেলে খেলতে গিয়ে সেখানে পড়ে মারা যায় । আমি এর বিচার চাই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

ইমরান

×