
ছবিঃ সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক টেলিভিশন টকশোতে এসব মন্তব্য করেছেন। তিনি বলেন, ইশরাক ভাই, তাবিথ ভাইদের কাছ থেকে পয়সা নিয়ে এদের বাসা ভাড়া দিয়েছি। বিএনপির নেতাদের এই আন্দোলনের মধ্যে বলেছি — আমি তো জানি, এই নেতাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কেনার টাকাটা সালাহউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিলো। বরকতউল্লাহ বুলু পলাতক, আরেকজনকে দিয়ে পাঠাচ্ছে, নতুন ডিভাইস কেনা লাগবে — ওই টাকাটাও পর্যন্ত পাঠিয়ে দিয়েছে।
নুর বলেন, আজকে মাস্টারমাইন্ড বা এই সমস্ত মানুষের নাম তো তারা জীবনেও নিবে না। তারেক রহমানের সাথে আলাপ করে এই আন্দোলনে কিভাবে ছাত্রদল, যুবদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হয় — ছাত্রদল যেন ব্যাংকারের মতো দাঁড়িয়ে থাকে, ওইদিনই ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে — এই সমস্ত ফর্মুলা আমরা দিয়েছি।
তিনি আরও বলেন, একবার বলেছিলাম, মালয়েশিয়াতে আমাদের ছাত্র তরুণদেরকে মামলা দিয়েছিল, যারা অ্যাম্বাসেডর — সেই অ্যাম্বাসেডর এখনো আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এখনো যারা বিদেশি মিশনে আছে, দেশের মধ্যে স্মরণ হয়নি। প্রশাসন চালালেও দেশের দশ বিভাগের যারা বিভাগীয় কমিশনার — গুরুত্বপূর্ণ, পুরো বিভাগকে তিনি দেখেন — সেই বিভাগীয় কমিশনাররা এই সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন, কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
নুর অভিযোগ করেন, দুইজন উপদেষ্টার কথা শুনে বেয়াক্কেল হলাম, এজন্য যে তারা বলছে, “ওদেরকে দিয়ে ভালো কাজ করানো যায়।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AcaB6KrP3/
মারিয়া