
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সুযোগের মুখোমুখি দাঁড়িয়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের উচিত বৈষম্যহীন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”
তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হোক, যা অর্থনীতি, প্রযুক্তি, বিজ্ঞান এবং রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে বিশ্বের সামনে একটি উদাহরণ হয়ে দাঁড়াবে। এই লক্ষ্যে আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত উন্নয়নের দিকে, বিভাজনের দিকে নয়।”
সাদিক কায়েম আরও বলেন, “বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে যখন আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনৈক্য সৃষ্টি করি, তখন ফ্যাসিবাদের দোসররা সেই বিভাজন জিইয়ে রাখার চেষ্টা করে। গত ১৬ বছরে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু তা সফল হয়নি, কারণ আমাদের মধ্যে ঐক্যের অভাব ছিল।”
তিনি দাবি করেন, “ফ্যাসিস্ট হাসিনা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে চলেছেন, যা এক সময় ব্রিটিশ উপনিবেশবাদের কৌশল ছিল। এই নীতির মাধ্যমে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে গত ১৬ বছর ধরে শাসনের নামে শোষণ চালানো হয়েছে। এখনো যদি আমরা বিভাজনের মধ্যেই থাকি, তাহলে বৈশ্বিক শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে, আমরা হব ফুটবল আর তারা হবে প্লেয়ার।”
সাদিক কায়েম সকল রাজনৈতিক ও ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা আমাদের মতভেদ পেছনে ফেলে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।”
সূত্র: https://www.youtube.com/watch?v=Wvv8LbfToPU
এএইচএ