ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

আবিদুর রহমান নিপু,ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২০ মে ২০২৫; আপডেট: ১৬:৩৮, ২০ মে ২০২৫

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি ‌ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ‌ ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে আজ মঙ্গলবার ‌ সকাল সাড়ে ১১ টায় ‌ ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‌ এ দিবস উপলক্ষ্যে ‌ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর ‌ দিবসের প্রতিপাদ্য ছিল ‌ সর্বকালেই পরিমাপ সকলের জন্য। 
 ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ‌(সার্বিক) মোহাম্মদ ‌ সোহরাব ‌ হোসেনের সভাপতিত্বে উক্ত ‌ আলোচনা সভায় ‌ স্বাগত বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন উপ-পরিচালক ও অফিস প্রধান বিএসটিআই ফরিদপুর,এছাড়া প্রতিষ্ঠানটির ‌ বিভিন্ন কার্যক্রম আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেন প্রকৌশলী মোহাম্মদ‌‌ সোহরাব ‌ হোসেন, অনুষ্ঠানে ‌ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ মোঃ শামসুল আজম ‌ অতিরিক্ত পুলিশ সুপার ‌ প্রশাসন ও অর্থ, নন্দকুমার বড়াল সভাপতি বাজুস ফরিদপুর, বদিউজ্জামান পলাশ ‌ সাধারণ সম্পাদক ফরিদপুর ফিলিং স্টেশন মালিক সমিতি, পরিবহণ ব্যবসায়ী মোঃ শাহিন চৌধুরি, হাজী 
শরিয়ত উল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, এসডিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর  রোকসানা পারভীন ‌ সভা পরিচালনা করেন বিএসটিআইয়ের ‌ সহকারী পরিচালক মোছাম্মৎ আলেয়া খাতুন।
সভায় বক্তারা ‌ বিএসটিআইয়ের বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে   আলোচনা করেন।
তারা  আগামীতে  প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড আরো বাড়াতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
এক্ষেত্রে তাদের আগামী দিনের কর্মকাণ্ডে সাধারণ জনগণকে ‌ সম্পৃক্ত করার আহ্বান জানান। এছাড়া  জনগণ যাতে ‌ মান সম্মত পণ্য পেতে পারে ‌ সেই ব্যাপারে বিএসটিআইয়ের ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এর ফলে দেশের উপকার হবে সাধারণ জনগণের উপকার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ‌ বিএসটিআইয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ‌ এবং ‌ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ‌ নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাব্বির

×