ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যাত্রীবেশী প্রতারকের পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ২২:১২, ২০ মে ২০২৫

যাত্রীবেশী প্রতারকের পানি খেয়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

বাসে যাত্রী সেজে প্রতারণার ফাঁদ পেতে পানি খাইয়ে আবুল কালাম (৬০) নামে বিমানবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (১৯ মে) যশোর থেকে কুষ্টিয়া আসার পথে বাসে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন। বর্তমানে পরিবার নিয়ে যশোর শহরে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে রূপসা গড়াই পরিবহনের একটি বাসে যশোর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবুল কালাম। পথে বাসে যাত্রীবেশে এক প্রতারক তার পাশের সিটে বসে। কথা বলার একপর্যায়ে সে আবুল কালামকে পানি খাওয়ায়। সরল বিশ্বাসে পানি পান করার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বাসের স্টাফ ও অন্যান্য যাত্রী বিষয়টি টের পেলে প্রতারক দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্য যাত্রীবেশে বাসে উঠে এই ঘটনা ঘটায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

নিহতের পরিবার এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নোভা

×