ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত আ’লীগের দুই কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:৪২, ২০ মে ২০২৫

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত আ’লীগের দুই কর্মী গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো, মহানগরীর ফুদকি পাড়া এলাকার তপন কুমার দাসের ছেলে পঙ্কজ দাস (৩৩) ও হেতেমখাঁ সবজিপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে রাজিব (৩৮)। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলো।


সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাজশাহী মহানপর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের নামে নগরীর বোয়ালিয়া থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসইউ

×