
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর, জামিনে মুক্তি পান তিনি।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা ২৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।
তিনি জানান, দুপুরে আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। নতুন কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ ফারিয়াকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করে।
এর আগে মঙ্গলবার সকালে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেন, “জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি দেশের বাইরে ছিলেন—৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত কানাডায় অবস্থান করছিলেন। তিনি সরাসরি অংশ না নিলেও, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের পক্ষে অবস্থান জানিয়েছিলেন। আদালত এই যুক্তি গ্রহণ করে জামিন দিয়েছেন।”
প্রসঙ্গত, গত রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানার একটি হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
নুসরাত ফারিয়ার মুক্তির পর তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মুক্তিকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
ফারুক