ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কান উৎসবে ছেঁড়া গাউনের বিপত্তি, মুখ খুললেন উর্বশী রৌতেলা

প্রকাশিত: ১৫:২৩, ২০ মে ২০২৫

কান উৎসবে ছেঁড়া গাউনের বিপত্তি, মুখ খুললেন উর্বশী রৌতেলা

সম্প্রতি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া অভিনেত্রী উর্বশী রৌতেলা একাধিক বিতর্কের মুখে পড়েছেন। বিশেষ করে তাঁর দুইটি সাজকে কেন্দ্র করে সমালোচনা ও আলোচনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সব বিতর্কের মাঝেও উর্বশীর মন ভালো নেই, তার মূল কারণ ব্যক্তিগত।

উর্বশী জানিয়েছেন, মায়ের জন্য তাঁর মনখারাপের কারণ সবচেয়ে বেশি। গত বছর যেখানেই গিয়েছেন, মা সবসময় তাঁর সঙ্গী ছিলেন। কিন্তু এবার ফ্রান্সে যাওয়ার সময় মাকে সঙ্গে নেওয়া সম্ভব হয়নি। কারণ মায়ের সাম্প্রতিক এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে তিনি হুইলচেয়ারে আবদ্ধ। এ কারণে উর্বশী তাঁর সঙ্গে যেতে পারেননি, যা তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

“মা আমার অনুপ্রেরণার উৎস। এই কঠিন সময়ে মায়ের সাহসই আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে,” বলেন উর্বশী। পরিবারে কেউ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না থাকায় এই যাত্রা ছিল কঠিন, যেখানে মায়ের সঙ্গই ছিল তার একমাত্র সমর্থন।

অন্যদিকে, কান উৎসবে উর্বশীর পোশাক নিয়ে সমালোচনার সঙ্গেও তিনি মুখোমুখি হয়েছেন। প্রথম দিনে তোতাপাখি থিমে রঙিন পোশাক পরায় বেশ আলোচনার সৃষ্টি হয়। দ্বিতীয় দিনে পরা কালো গাউনের বাম বাহুর নিচের অংশ ছেঁড়ে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি ও ভিডিওতে তাঁকে হাসির খোরাক হিসেবে দেখা যায়। তবে উর্বশী নিজে দ্রুত বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা করেন, হাত না তোলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

উর্বশীর এই কাহিনী শুধুই কানে গুঞ্জন নয়, বরং একজন মানুষ হিসেবে ব্যক্তিগত সংগ্রাম ও পেশাগত চাপের মিশ্রণ। মায়ের প্রতি গভীর ভালোবাসা ও উৎসাহ থাকার পরেও তিনি ক্রমাগতই নিজের কর্মজীবনে সেরা দিয়ে যেতে চাইছেন।

 

রাজু

×