ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ওয়ার ২’ বড় পর্দায় ১৪ আগস্ট

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২০ মে ২০২৫

‘ওয়ার ২’ বড় পর্দায় ১৪ আগস্ট

হৃতিক রোশন

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ‘ওয়ার’ মুক্তি পায় ২০১৯ সালে, যা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে দ্বিতীয় পর্বে টাইগার না থাকার কথা ঘোষণা হওয়ায় প্রথমে কিছুটা ভেঙে পড়েছিলেন দর্শক। কিন্তু টাইগারের পরিবর্তে জুনিয়র এনটিআরকে দেখে ভীষণ খুশি হয়েছেন সিনেপ্রেমীরা।

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন গত ১৬ মে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন, ২০ মে এমনকিছু আসবে যা হবে কল্পনারও বাইরে। এ পোস্ট দেখেই ধারণা করা যাচ্ছিল, ‘ওয়ার ২’ সিনেমার ট্রেলার কিংবা টিজার এই দিন ঘোষণা হতে পারে। এবার সেই জল্পনা-কল্পনাকেই সত্যি করে মুক্তি পেল সিনেমাটির টিজার।
‘ওয়ার ২’ সিনেমার কাস্টিং ছাড়া এতদিন আর কিছুই ঘোষণা করা হয়নি। হৃতিক ভক্তদের দেওয়া কথা রেখেছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সিনেমার টিজার মুক্তির ঘোষণা করে তিনি লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান হলো। ঝড় আসতে চলেছে। ‘ওয়ার ২’ টিজার মুক্তি পেল। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়র এনটিআরের গ্র্যান্ড এন্ট্রি। তারপরেই প্রতিপক্ষ হৃতিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে। তবে এই দুই অভিনেতা কোনো কারণে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন, সেটা বোঝা যায়নি। টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা।

বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলেও এ সিনেমায় তার নির্মেদ শরীর এবং বিকিনি লুক দেখে আরও একবার তার প্রেমে পড়েছেন ভক্তরা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত।
তবে এ সিনেমায় জুনিয়র এনটিআর খলনায়ক না নায়ক, নাকি উভয়ই, সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

×