ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সুন্দরী প্রতিযোগিতার মুকুটজয়ী এখন প্রতারণার অভিযোগে ধরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ২০ মে ২০২৫

সুন্দরী প্রতিযোগিতার মুকুটজয়ী এখন প্রতারণার অভিযোগে ধরা

ছবি: সংগৃহীত

ফাইবার সমৃদ্ধ বলে দাবি করা একটি ভুয়া সাপ্লিমেন্ট প্রচারের অভিযোগে গ্রাহক প্রতারণার মামলায় ভিয়েতনামের একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া গুয়েন থুক থুয়ি তিয়েন (Nguyen Thuc Thuy Tien) তার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে একটি গামি পণ্যের প্রচার করেছিলেন, যা প্রচারে বলা হয়েছিল উচ্চমাত্রার ফাইবারযুক্ত। তবে পরবর্তীতে পরীক্ষায় দেখা যায়, ওই পণ্যের ফাইবারের পরিমাণ ছিল অত্যন্ত কম—এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২১ বিজয়ী তিয়েন ভিয়েতনামে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি সরকারের পক্ষ থেকেও আগে পুরস্কৃত হয়েছেন।

তিনি “কেরা সুপারগ্রিনস গামিস” (Kera Supergreens Gummies) নামক পণ্যটি প্রচার করেছিলেন, যা তিনি ইনফ্লুয়েন্সার ফাম কুয়াং লিন (Pham Quang Linh) ও হাং দু মুক (Hang Du Muc)-এর সঙ্গে যৌথভাবে বাজারজাত করেন।

তদন্তে জানা যায়, ওই পণ্যটি এই তিনজনের একটি যৌথ উদ্যোগের ফল, যেখানে গামির প্রতি পিসে এক প্লেট সবজির সমান ফাইবার থাকার দাবি করা হয়েছিল।

কিন্তু একজন গ্রাহক পণ্যটি পরীক্ষাগারে পাঠানোর পর জানা যায়, প্রতিটি গামিতে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার রয়েছে, যেখানে দাবি করা হয়েছিল ২০০ মিলিগ্রাম।

এরপর তদন্তে আরও বেরিয়ে আসে, গামিটি তৈরি করতে ব্যবহৃত উপকরণগুলো নিম্নমানের এবং এতে প্রকৃত ফাইবারের পরিমাণ খুবই কম। পণ্যের মোড়কে ফাইবারের পরিমাণ বা এতে থাকা উচ্চমাত্রার সোর্বিটলের কথাও উল্লেখ ছিল না, যা সাধারণত ল্যাক্সেটিভ বা মলত্যাগ সহজকারী ওষুধে ব্যবহৃত হয়।

চলতি বছরের মার্চে এই তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তারা জনসাধারণের কাছে ক্ষমা চায়। পরবর্তীতে এপ্রিল মাসে ফাম, হাং এবং তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গামি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোকদের গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন ও গ্রাহকদের প্রতারণার অভিযোগ আনা হয়।

সোমবার (১৯ মে) কর্মকর্তারা তিয়েনকে গ্রেপ্তারের ঘোষণা দেন, তার বিরুদ্ধে গ্রাহকদের প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এই কেলেঙ্কারির আগে পণ্যটির ১ লাখের বেশি বক্স বিক্রি হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

২০২১ সালে ব্যাংককে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা জয়ের পর তিয়েন ভিয়েতনামে এক বিশিষ্ট তারকায় পরিণত হন। অনেক নামী ব্র্যান্ডের প্রচারে তাকে দেখা গেছে, তিনি একাধিক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও তিনি সম্মাননা পেয়েছেন।

শহীদ

×