ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অনুষ্কার জন্য মনে প্রেম ছিল, আরও বেশি চুমু খেতে চেয়েছিলাম: রণবীর

প্রকাশিত: ১৫:৪৬, ২০ মে ২০২৫

অনুষ্কার জন্য মনে প্রেম ছিল, আরও বেশি চুমু খেতে চেয়েছিলাম: রণবীর

বলিউড অভিনেতা রণবীর কপূর এক সময় ‘ক্যাসানোভা’ হিসেবে পরিচিত ছিলেন। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফসহ প্রথম সারির অনেক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। পরে আলিয়া ভট্টের সঙ্গে তার সম্পর্কের গল্পও ছিল আলোচনার বিষয়। তবে সম্প্রতি প্রকাশিত একটি পুরনো সাক্ষাৎকারে দেখা যায়, মনে মনে রণবীর কপূরের আগ্রহ ছিল অন্য একজনের প্রতি—অনুষ্কা শর্মার।

২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুষ্কা। যদিও সেই সময়ে বিরাট ও অনুষ্কার সম্পর্ক ছিল, তবুও রণবীর মজার ছলে বলেছিলেন, “অনুষ্কা দারুণ চুমু খায়। একজন কিন্তু খুব সৌভাগ্যবান।” সরাসরি বিরাটের নাম না নিয়েও ওই কথায় প্রাসঙ্গিকতা ছিল স্পষ্ট।

রণবীর ও অনুষ্কার প্রথম পরিচয় হয় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে। ওই ছবির সময় রণবীরের অনুষ্কার প্রতি এক বিশেষ আকর্ষণ তৈরি হয়েছিল। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “আমি সত্যিই অনুষ্কাকে আরও বেশি চুমু খেতে চেয়েছিলাম।” কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনুষকা নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর তাকে ‘ফ্রেন্ডজ়োন’ করে দিয়েছিলেন। অর্থাৎ প্রথম থেকেই তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের সীমানায়। কিন্তু রণবীরের মনের সেই গোপন অনুভূতিই এই সাক্ষাৎকারে ফুটে উঠেছে।

বলিউডের ‘ক্যাসানোভা’ হলেও বন্ধু হিসেবে অনুষ্কার কাছে নিজেকে রেখেছিলেন রণবীর। আর সেই সময়ের স্মৃতি আজও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

রাজু

×