ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু 

এন কে বি নয়ন, বোয়ালমারী, ফরিদপুর 

প্রকাশিত: ১৬:৪৪, ২০ মে ২০২৫

বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচেই পড়ে মিজান কাজী (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মিজান কাজীর দুই মেয়ে এক ছেলে। মঙ্গলবার (২০ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মিজান কাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আম পাড়তে একটি আম গাছে ওঠেন। আম পাড়ার সময় গাছের শুকনা ডাল ভেঙে নিচে পড়ে যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের কর্মরত ডাক্তার সাবরিনা হক রুম্পা বলেন, মিজান কাজীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে আম গাছের উপর থেকেই স্ট্রোক করেছিল। যার কারণে নিচে পড়ার সাথেই মৃত্যু হয়েছে।

চতুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও রাজাপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, মিজান কাজী সকালে আম পাড়তে গাছে উঠলে শুকনা ডাল ভেঙে নিচে পড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোভা

×