
ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজার উপর নতুন করে বোমা হামলা চালিয়েছে, যা সোমবার মধ্যরাত থেকে অন্তত ৩৮ জন ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। এর আগে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের বাসিন্দাদের ‘অভূতপূর্ব হামলা’র আগাম হুমকি দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।
এদিকে, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে “কঠোর পদক্ষেপ” নেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি ২২টি দেশ ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে এই আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি গাজা দখলের পরিকল্পনাসহ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের এই যুদ্ধ এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৩৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে ১,২১,০৩৪ জন। অন্যদিকে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে, কারণ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
সূত্র - https://www.aljazeera.com/-israeli-allies-say-they-will-take-concrete-actions-over-gaza-siege
সা/ই