ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মাধুরীর জন্মদিনেই ছেলের গ্র্যাজুয়েশন, অনুষ্ঠানে হাজির মাধুরী-নেনে দম্পতি!

প্রকাশিত: ০৮:২৭, ২০ মে ২০২৫; আপডেট: ০৮:৩১, ২০ মে ২০২৫

মাধুরীর জন্মদিনেই ছেলের গ্র্যাজুয়েশন, অনুষ্ঠানে হাজির মাধুরী-নেনে দম্পতি!

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার একসাথে পালন করলেন দুই আনন্দঘন মুহূর্তছেলে আরিনের গ্র্যাজুয়েশন এবং নিজের ৫৮তম জন্মদিন। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) থেকে বড় ছেলে আরিন সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর্বিত বাবা ডা. শ্রীরাম নেনে এবং মা মাধুরী দীক্ষিত।

ডা. নেনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন। তিনি লেখেন, ‘এক সপ্তাহেই কত কিছু! প্রতিটি মুহূর্ত ছিল আনন্দের। আরিন ও তার সহপাঠীদের জন্য গর্ব হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মাধুরী তার জন্মদিন উদযাপন করলেন আরিনের গ্র্যাজুয়েশনের দিনেই। দুজনের জন্যই এক অসাধারণ উপহার।’

ছবিগুলিতে দেখা যায়, গ্র্যাজুয়েশন গাউনে আরিন ক্যামেরার দিকে সনদপত্র দেখিয়ে হাসছেন। পাশে দাঁড়িয়ে গর্বিত বাবা ডা. নেনে। আরও একটি ছবিতে দেখা যায়, দর্শক সারিতে বসে সেলফি তুলছেন মাধুরী ও নেনে। শেষ ছবিতে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দেখা যায় পুরো পরিবারকে।

অনেক ভক্তই শুভেচ্ছা জানিয়েছেন আরিন ও তার পরিবারকে। একজন ইনস্টাগ্রামে লেখেন, ‘সুন্দর সব ছবি। পরিবারের সবাইকে অভিনন্দন, আর আরিনকে বিশেষ শুভেচ্ছা...আমার প্রিয় মানুষদের মুখে হাসি দেখে দারুণ লাগছে। মাধুরী ম্যামের জন্মদিন আর ছেলের গ্র্যাজুয়েশন একসাথে উদযাপন সত্যিই অসাধারণ।’

আরেকজন লেখেন, ‘এই দৃশ্যটা দেখতে দারুণ লাগছে! অভিনন্দন আরিন, আর মাধুরী ম্যামকে জন্মদিনের শুভেচ্ছাআইকন!’

এর আগেও, ২০২৩ সালে মাধুরী ও নেনে দম্পতির ছোট ছেলে রায়ান আমেরিকান স্কুল অব বোম্বে থেকে স্নাতক সম্পন্ন করেন।

মাধুরীর ৫৮তম জন্মদিনে স্বামী শ্রীরাম নেনে ইনস্টাগ্রামে একটি হৃদয়ছোঁয়া বার্তা দেন। সেখানে পরিবারের ছবির পাশাপাশি শোনা যায় মাধুরীর আইকনিক ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর টাইটেল ট্র্যাক। ক্যাপশনে ডা. নেনে লেখেন, ‘শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি আমাদের জীবনে আলো এনেছেন। তুমি আমাদের সবকিছু আরও উজ্জ্বল ও সুন্দর করেছ। তোমাকে আবারও বেছে নিতামএক মুহূর্ত দ্বিধা ছাড়াই। ভালোবাসা, হাসি, আর আলোর জন্য ধন্যবাদ। আমাদের আরও অনেক সুন্দর বছরের দিকে এগিয়ে চলা হোক। আমি তোমাকে ভালোবাসি, চিরকাল।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে বিয়ে করেন। এরপর দীর্ঘ এক দশক যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারা। তাদের বড় ছেলে আরিন জন্ম নেয় ২০০৩ সালে এবং ছোট ছেলে রায়ান জন্মগ্রহণ করে ২০০৫ সালে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

রাকিব

×