ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ধোঁয়া! জরুরি অবতরণ করে টার্কিশ ফ্লাইট TK713

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৩, ২০ মে ২০২৫; আপডেট: ১১:৩৭, ২০ মে ২০২৫

শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ধোঁয়া! জরুরি অবতরণ করে টার্কিশ ফ্লাইট TK713

আজ মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK713 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকস্মিক বিপদের মুখে পড়ে। সকাল ০৭টা ০৯ মিনিটে ছেড়ে যাওয়া এই আন্তর্জাতিক ফ্লাইটটি আকাশে ওঠার পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনে ধোঁয়ার সৃষ্টি হয়।

পরিস্থিতি উপলব্ধি করে ফ্লাইটটির পাইলট দ্রুত ও সতর্কতার সঙ্গে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে সকাল ০৮টা ০১ মিনিটে বিমানটি নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটিতে তখন মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ হতাহত হননি। সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

আফরোজা

×