ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় কারখানা বন্ধের ঘোষণা

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ১৬:৩১, ২০ মে ২০২৫

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় কারখানা বন্ধের ঘোষণা

ছবি: জনকণ্ঠ

মঙ্গলবার টঙ্গীর সাতাইশে বেইস ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে এক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শ্রমিকদের দমাতে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে ৮শ' শ্রমিকের বিক্ষোভ। অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি শ্রমিকদের।


কারখানা সূত্র জনকণ্ঠকে জানায়, কারখানার এক শ্রমিক ছাঁটাই ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে গাজীপুরা সাতাইশ রোডের দুই পাশে অবস্থান নেয়। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করে ঘটনাস্থলের আশপাশে। 


শ্রমিকরা জানান, তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। গত ১৮ মে প্রতিষ্ঠানটির এক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ পরদিন ১৯ মে কারখানার প্রায় ৮০০ শ্রমিক কর্মবিরতি পালন করে। উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় রেখে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দেন। কারখানা  বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ তাদের ক'জন সহকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। 


গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শ্রমিক গ্রেপ্তার ও ছাঁটাইয়ের কারণে শ্রমিক আন্দোলন চলছে। কারখানা কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন বাড়ার আশঙ্কা রয়েছে। এখন শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিয়েছেন। 

সাব্বির

×