ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শায়েস্তাগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ 

প্রকাশিত: ২১:৫১, ১৯ মে ২০২৫

শায়েস্তাগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে নিজামুল হক চৌধুরী (৩২) ও  অপর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক কামাল মিয়াসহ (৪৩) দুই আসামী গ্রেফতার হয়েছে। 

জেলার চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামুল হক চৌধুরী উপজেলার ফান্দাইর গ্রামের মরহুম আব্দুল আউয়াল চৌধুরী সবুজের ছেলে ও কামাল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুলসুনাম গ্রামের মরহুম মেন্দী মিয়ার ছেলে। 

সোমবার (১৯ মে) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- দুপুরে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১৮ মে) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ওই দুই আসামীতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত নিজামুল হক চৌধুরী শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী।  

নোভা

×